পাখির গানে ভোর হয় গ্রাম বাংলায়
চাষী বসলে ছায়াতলে দুপুর আসে ।
বিকেল আনে কিশোররা নানা খেলায়
রাখালের বাঁশির সুরে গোধুলী ভাসে ।
কিশোরীর তই তই ডাকে সন্ধ্যা নামে
পড়ার শব্দে শিশু রাতের মোহ বাড়ায় ।
যুবকরা লোকগীতি গায় নানা কাজে
ধর্ম কর্মেই বৃদ্ধরা সময় কাটায় ।
এমন গ্রাম ছেড়ে মন চায়না থাকি
শহুরে যান্ত্রিক জিবন বেদনাময় ।
বারে বারে মনে পড়ে গ্রাম সূখময়
শহুরে দিন রাতে সে সুখ দেয় ফাঁকি ।
গ্রাম বাংলার দিন রাত আনন্দে ভরা
শহর নয়, গ্রামেই স্বর্গ সূখ ধরা ।
চাষী বসলে ছায়াতলে দুপুর আসে ।
বিকেল আনে কিশোররা নানা খেলায়
রাখালের বাঁশির সুরে গোধুলী ভাসে ।
কিশোরীর তই তই ডাকে সন্ধ্যা নামে
পড়ার শব্দে শিশু রাতের মোহ বাড়ায় ।
যুবকরা লোকগীতি গায় নানা কাজে
ধর্ম কর্মেই বৃদ্ধরা সময় কাটায় ।
এমন গ্রাম ছেড়ে মন চায়না থাকি
শহুরে যান্ত্রিক জিবন বেদনাময় ।
বারে বারে মনে পড়ে গ্রাম সূখময়
শহুরে দিন রাতে সে সুখ দেয় ফাঁকি ।
গ্রাম বাংলার দিন রাত আনন্দে ভরা
শহর নয়, গ্রামেই স্বর্গ সূখ ধরা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন