মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

এসো দেখা হবে

এসো, দেখা হবে বন্ধু-
পৃথিবীর প্রান্তরে, প্রান্তরে
মুক্তির সংগ্রামের জনপদে
জনতার অন্তরে, অন্তরে ।


একটি সুন্দর পৃথিবীর জন্য-
আয়োজিত কবিতার কুঞ্জবনে
জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সব মানুষের মূখে হাসি ফোটানোর রণে ।


এসো, দেখা হবে বন্ধু-
চলার পথে, মানবিক ধ্যানে
রাজপথে, জনপথে -
"সবার উপরে মানুষ সত্য" স্লোগানে ।


কথা হবে - কেবলই, কেবলই এবং কেবলই
অহিংসা আর ভালোবাসার জয়গানে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন