এসো,
জেগে থাকি সারা রাত
দেখবো,
একসাথে সোনালী প্রভাত ।
সব তরুন প্রাণ জাগো ।
সব যুবক প্রাণ জাগো ।
তোমারাই কেবল পারো
তাড়াতে আঁধার !
আলো আধাঁরির যুদ্ধে
আলোর বিজয় হাতের মুঠোয় তোমার !
একটু জেগে থাকো !
সারা রাত জেগে থাকো ।
সচেতন এই জেগে থাকা তোমার
বিশ্বে নিশ্চিত আনবে আলোর জোয়ার ।
এসো,
জেগে থাকি সারা রাত -
হাতে নিয়ে আলোর মশাল, চোখে অপলক ।
দেখবো,
একসাথে সোনালী প্রভাত
স্বপ্নের পৃথিবীতে- সব মূখে কাঙ্ক্ষিত হাসির ঝলক ।।
জেগে থাকি সারা রাত
দেখবো,
একসাথে সোনালী প্রভাত ।
সব তরুন প্রাণ জাগো ।
সব যুবক প্রাণ জাগো ।
তোমারাই কেবল পারো
তাড়াতে আঁধার !
আলো আধাঁরির যুদ্ধে
আলোর বিজয় হাতের মুঠোয় তোমার !
একটু জেগে থাকো !
সারা রাত জেগে থাকো ।
সচেতন এই জেগে থাকা তোমার
বিশ্বে নিশ্চিত আনবে আলোর জোয়ার ।
এসো,
জেগে থাকি সারা রাত -
হাতে নিয়ে আলোর মশাল, চোখে অপলক ।
দেখবো,
একসাথে সোনালী প্রভাত
স্বপ্নের পৃথিবীতে- সব মূখে কাঙ্ক্ষিত হাসির ঝলক ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন