সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

একদিন এসো স্বপনে

আমার মনেরও বান্ধব রে,
মায়ারও মানব রে
একদিন এসো স্বপনে ।
একদিন এসো স্বপনে ।


আমার পরানেরও প্রিয় রে
নয়নেরও মনি রে
একদিন এসো স্বপনে ।
একদিন এসো স্বপনে ।


আমার অন্তরেও আত্মা রে
হিয়ারও জীয়ন রে
একদিন এসো স্বপনে ।
একদিন এসো স্বপনে ।


আমার নিশ্বাসের ও বিশ্বাস রে
জীবেরও জীবনরে
একদিন এসো স্বপনে ।
একদিন এসো স্বপনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন