বুধবার, ২৭ জুলাই, ২০১৬

সময় মাঝি

যেতে চাই ফিরে
শুরু করা সে তীরে
নাই উপায় ! ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই সামনে চলে...

জীবন নদীর গতি পথে
স্বপ্ন কিংবা দু:স্বপ্নের রথে
যেতেই হবে !  ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই সম্মুখ সমরে চলে...

আমি পথিক যতই বলি
থামো কিছুক্ষণ । ফুটুক সুসময়ের কলি
নাই উপায় ! ‘সময়’ মাঝি  বলে -
সে কেবলই স্রষ্টার কথায় চলে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন