বুধবার, ২৭ জুলাই, ২০১৬

বেদনার পাহাড়

বেদনা বহু পেলাম
‍নিজ কর্মগুনে এবং অন্যদের বহু কর্মে
‍ভেবেছি সেই বেদনাগুলো দিয়ে
এক ‍বেদনার পাহাড় গড়বো
আর তার চুড়ায় বসে
কষ্টের কবিতা ‍লেখবো !
কষ্ট আর কবিতারা মিলেমিশে
‍মেঘ হবে ঘন কালো
হাহাকারের দীর্ঘশ্বাসের বাতাস
‍সেই ‍মেঘগুলো উড়িয়ে নিয়ে আসবে
আমার বেদনার পাহাড়ের চুড়ায়
আমি ছুয়ে দেখবো !
বলবো ‍মেঘ তুমি বৃষ্টি হও
চোখের নোনা জলে
‍বেদনার পাহাড় থেকে ঝরনা হোক
শীতল স্রোতধারায়
নব উদ্যম পেতে সেই জলে
আমি স্নান করবো !
‍জানি বেদনা স্থায়ী নয়
ভুলে যাব কষ্টের সময়
আগামীর দৃষ্টি দিয়ে
‍নিজ কর্ম গুনে
গুড়িয়ে বেদনার পাহাড়
পবিত্র হয়ে আবার জাগবো !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন