বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

আলহামদুলিল্লাহ - হে রহমান

দু:সময় কিংবা সু-সময়
কোনটিই চিরস্থায়ী নয় ।
অহমিকামুক্ত- ধৈর্যশীলদেরই
পরিনামে হয় সর্বদা জয় ।
জীবন সাগরে ঢেউয়ের খেলা
সেতো চিরদিনই বহমান ।
সেই সফল যে বলে প্রতিক্ষণে
“আলহামদুলিল্লাহ - হে রহমান” ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন