বসন্তেও বিষন্ন বাতাস বয়ে যায় আমার জীবনে
আজি কেন ? এখনোতো এলোনা কেউ আমার ভুবনে
সেজেছিলাম আজ, ঘুরেছিলাম আজ, যতক্ষণ ধরায় নাহি এলো সাঝ
কতোজন লাগলো ভালো, কতোজন এলোগেলো
হাত দুটি মোর কেহ নাহি ধরলো ভেঙ্গে তাহার লাজ ।
বয়ে গেল শুধু বসন্তেও বিষন্ন বাতাস ।
বসন্তে বিষন্নতা চাইনা আর, বরং বসন্ত রাতের স্নিগ্ধ জোসনায়
চাই হৃদয়ে জাগুক প্রেম-সমুদ্রসম গভীর, অসীম আকাশের ন্যায়
আসুক কেউ কাছে মোর, ভেঙ্গে তাহার লাজ
হারিয়ে যাই দুজনে অক্লান্ত পবিত্র ভালোবাসায় ।
আজি কেন ? এখনোতো এলোনা কেউ আমার ভুবনে
সেজেছিলাম আজ, ঘুরেছিলাম আজ, যতক্ষণ ধরায় নাহি এলো সাঝ
কতোজন লাগলো ভালো, কতোজন এলোগেলো
হাত দুটি মোর কেহ নাহি ধরলো ভেঙ্গে তাহার লাজ ।
বয়ে গেল শুধু বসন্তেও বিষন্ন বাতাস ।
বসন্তে বিষন্নতা চাইনা আর, বরং বসন্ত রাতের স্নিগ্ধ জোসনায়
চাই হৃদয়ে জাগুক প্রেম-সমুদ্রসম গভীর, অসীম আকাশের ন্যায়
আসুক কেউ কাছে মোর, ভেঙ্গে তাহার লাজ
হারিয়ে যাই দুজনে অক্লান্ত পবিত্র ভালোবাসায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন