সোমবার, ২৫ জুলাই, ২০১৬

তারা ই রাজাকার

তখন হোক
অথবা হোক এখন
যারা চায়
ভিন্ন হোক দেশের আয়তন
অথবা রাষ্ট্র চরিত্রের বাহার
তারা ই রাজাকার !
কিংবা
যারা ভালোবাসেনা
সবুজের উপর লাল রঙ
পাল্টে যায় মাঝে মাঝেই
দেশপ্রেমের ঢঙ
হোক সে আমজনতা
অথবা রাজনীতির খেলোয়ার
তারা ই রাজাকার !
এমনও হতে পারে
মুখে জাতীয় সঙ্গীত
কিন্তু অন্তর ভিন জাতির সংস্কৃতির ভীত
কথা বিকৃত বাংলা ভাষার
তারা ই রাজাকার !
আরও ভয়ঙ্কর
মুখে মানুষ ভালোবাসে শুধু
অথচ চায় খেতে ফাও সংখ্যালগুর সম্পদ
অথবা সুযোগ পেলে
জ্বালায় সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ
এই সব কুলাঙ্গার
তারা ই রাজাকার !
অবাক হবেন না
যদি গায়ে থাকে সফেদ পোশাক
ভালো কথার ছবকের জিকির
কিন্তু মনে দুর্নীতির ফন্দি ফিকির
এসব মান্যবর
তারা ই রাজাকার !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন