শুচিস্মিতা, একটু হেসে দাও না
আমাকে ভাসাও স্বপ্ন সায়রে
তোমার হাসির ভেলায় ।
সাবুদ, ইন্দ্রজিতও হেরে যাবে
তোমার লাস্যময়ী ঐ
অধর যুগলের খেলায় !
শুচিস্মিতা, একটু হেসে দাও না
গুলবদনে লুকায়িত গোলাপের
পাপিড় যুগল খুলে আজ ।
সাবুদ, প্রতাপশালী সব সম্রাটও
লুটাবে তোমার চরনে
ফেলে তব মাথার তাজ !
শুচিস্মিতা, একটু হেসে দাও না
তাকায়ে মোর পানে নত নয়নে
মূখে দুষ্ট শব্দ চয়নে ।
সাবুদ, ভালোবেসে তোমায় আমি
উৎসর্গ করবো মোর সবই
কেবলই তোমার স্বপ্ন পুরনে !
আমাকে ভাসাও স্বপ্ন সায়রে
তোমার হাসির ভেলায় ।
সাবুদ, ইন্দ্রজিতও হেরে যাবে
তোমার লাস্যময়ী ঐ
অধর যুগলের খেলায় !
শুচিস্মিতা, একটু হেসে দাও না
গুলবদনে লুকায়িত গোলাপের
পাপিড় যুগল খুলে আজ ।
সাবুদ, প্রতাপশালী সব সম্রাটও
লুটাবে তোমার চরনে
ফেলে তব মাথার তাজ !
শুচিস্মিতা, একটু হেসে দাও না
তাকায়ে মোর পানে নত নয়নে
মূখে দুষ্ট শব্দ চয়নে ।
সাবুদ, ভালোবেসে তোমায় আমি
উৎসর্গ করবো মোর সবই
কেবলই তোমার স্বপ্ন পুরনে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন