প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান থেকে উৎসারিত
মোর চোখের লোনা জলে সাগরের লোনা জল মনে হয় মিশে যাবে অবিরত
তোমার মনে যে এখনো জন্ম হয়নি ভালোবাসার
তাই বহমান নদী হতে দেরি নেই আর ।
কবে ভালোবাসবে ? চোখের জল আটকে দেবে ?
মোর চোখের লোনা জলে সাগরের লোনা জল মনে হয় মিশে যাবে অবিরত
তোমার মনে যে এখনো জন্ম হয়নি ভালোবাসার
তাই বহমান নদী হতে দেরি নেই আর ।
কবে ভালোবাসবে ? চোখের জল আটকে দেবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন