তোমার স্বপ্নগুলো আজ আমার
আপন করে সবই নিলাম ।
নারী দিবসে তোমায় আমি
এ প্রতিশ্রুতিটুকু দিলাম ।
ধরার বুকে মোর যাত্রা পথে
হাত রেখে দুজনে হাতে ।
উভয়ের অধিকার মেনে নেব
মোরা সুষম চেতনার সাথে ।
কর্ম কাজে কিবা সমাজ রাজে
ফেলবো কদম সমান তালে ।
জয় হোক কেবলই মানবতার
নারী-পুরুষ বৈষম্যহীন কালে ।
আপন করে সবই নিলাম ।
নারী দিবসে তোমায় আমি
এ প্রতিশ্রুতিটুকু দিলাম ।
ধরার বুকে মোর যাত্রা পথে
হাত রেখে দুজনে হাতে ।
উভয়ের অধিকার মেনে নেব
মোরা সুষম চেতনার সাথে ।
কর্ম কাজে কিবা সমাজ রাজে
ফেলবো কদম সমান তালে ।
জয় হোক কেবলই মানবতার
নারী-পুরুষ বৈষম্যহীন কালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন