৭ মার্চে এ প্রজন্মের দাবি
হেথায় আছেন কোন নেতা
দেশকে দুর্নীতি মুক্ত করার
দিবেন আপোষহীন ঘোষণা ।
যেমন করে সেই একাত্তরে
সাত মার্চের ঘোষণার পরে
স্বধীনতার জন্য জাতি
জেগেছিল প্রতি ঘরে ঘরে ।
নতুন ভাবে তেমন করে
আসুক ঘোষণা জাতির তরে
আর প্রতিধ্বনিত্ব হোক তা
প্রতি কন্ঠে অবিরাম
"এবারের সংগ্রাম -
দেশকে দুর্নীতি মুক্ত করার সংগ্রাম ।"
হেথায় আছেন কোন নেতা
দেশকে দুর্নীতি মুক্ত করার
দিবেন আপোষহীন ঘোষণা ।
যেমন করে সেই একাত্তরে
সাত মার্চের ঘোষণার পরে
স্বধীনতার জন্য জাতি
জেগেছিল প্রতি ঘরে ঘরে ।
নতুন ভাবে তেমন করে
আসুক ঘোষণা জাতির তরে
আর প্রতিধ্বনিত্ব হোক তা
প্রতি কন্ঠে অবিরাম
"এবারের সংগ্রাম -
দেশকে দুর্নীতি মুক্ত করার সংগ্রাম ।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন