ত্রিশ লক্ষ
দুটি পক্ষ
এ নিয়েও !
প্রায় অর্ধশত
বছর গত
অথচ বিভক্ত !
জাতির কাছে
আর্জি আছে
এ প্রজন্মের –
ঐক্যের রশি
ধরো সবে
একাত্তরের ।
দুটি পক্ষ
এ নিয়েও !
প্রায় অর্ধশত
বছর গত
অথচ বিভক্ত !
জাতির কাছে
আর্জি আছে
এ প্রজন্মের –
ঐক্যের রশি
ধরো সবে
একাত্তরের ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন