নতুন পোশাকে সাজাবে দেহ
মন সাজাবে কেমন করে ?
সাজাবে কি তারে ভালোবাসায়
তব বিশ্ব মানবতার তরে ?
মন সাজাবে কেমন করে ?
সাজাবে কি তারে ভালোবাসায়
তব বিশ্ব মানবতার তরে ?
এক দিন নয় সাজাও প্রতি দিন
শুভ কামনায় তোমার মন ।
মনের সাজে অশুভ হবে দূর
তবেই সফল ঈদ কল্যান চিরন্তন ।
শুভ কামনায় তোমার মন ।
মনের সাজে অশুভ হবে দূর
তবেই সফল ঈদ কল্যান চিরন্তন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন