বন্ধুত্বের খেলায়
চলতে গিয়ে হঠাৎ
ভেসে প্রেমের ভেলায় -
বুঝি হলো ভুল
এখন আমি
শ্যাম রাখি না কূল ।
বন্ধুতা না প্রেম
দুটোই যে
মোর কাছে হেম !
তুই এখন বল্
কি করি তবে
তোর ইচ্ছেমত চল ।
চলতে গিয়ে হঠাৎ
ভেসে প্রেমের ভেলায় -
বুঝি হলো ভুল
এখন আমি
শ্যাম রাখি না কূল ।
বন্ধুতা না প্রেম
দুটোই যে
মোর কাছে হেম !
তুই এখন বল্
কি করি তবে
তোর ইচ্ছেমত চল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন