সব পুরুষ কর্মী মৌমাছির মতন
রানীকে পাহারা দেয়া
ফুলে বনে ঘুরে মৌচাকে মধু জমানো
সবই পরার্থে সম্পাদন।
ক্লান্ত শ্রান্ত খেটে খাওয়া জীবন
যার খোজ রাখেনা কেউ
সময় পৌছে যায় ধীরে ধীরে সাঁজবেলায়
একসময় চিরতরে গমন ।
সব পুরুষ কর্মী মৌমাছির মতন ।।
কর্মই যার ধর্ম, কর্মই যার জীবন
সব পুরুষ কর্মী মৌমাছির মতন ।।
রানীকে পাহারা দেয়া
ফুলে বনে ঘুরে মৌচাকে মধু জমানো
সবই পরার্থে সম্পাদন।
ক্লান্ত শ্রান্ত খেটে খাওয়া জীবন
যার খোজ রাখেনা কেউ
সময় পৌছে যায় ধীরে ধীরে সাঁজবেলায়
একসময় চিরতরে গমন ।
সব পুরুষ কর্মী মৌমাছির মতন ।।
কর্মই যার ধর্ম, কর্মই যার জীবন
সব পুরুষ কর্মী মৌমাছির মতন ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন