এলে অগ্নিঝরা মার্চ-পতাকা দিবস
হৃদয় ওঠে মোর উত্তেজনায় দুলে
আহা ! থাকতাম যদি একাত্তরে
পতাকাখানি আমিও ধরতাম তুলে ।
যেমন সেদিন আমার অগ্রজ
লাখো লাখো বীর বাঙালি
মুক্তির আশায় বাতাসে ভাসায়
লাল সবুজের প্রেরণার ঢালী ।
সেই প্রহরের চেতনার ধারা
সব অনুজের দেহে হোক বহমান
চির উন্নত রাখবো এই পতাকা
এসো এ শপথে হই মোরা বলিয়ান ।
হৃদয় ওঠে মোর উত্তেজনায় দুলে
আহা ! থাকতাম যদি একাত্তরে
পতাকাখানি আমিও ধরতাম তুলে ।
যেমন সেদিন আমার অগ্রজ
লাখো লাখো বীর বাঙালি
মুক্তির আশায় বাতাসে ভাসায়
লাল সবুজের প্রেরণার ঢালী ।
সেই প্রহরের চেতনার ধারা
সব অনুজের দেহে হোক বহমান
চির উন্নত রাখবো এই পতাকা
এসো এ শপথে হই মোরা বলিয়ান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন