বসন্তের প্রথম দিনে
ছিলাম কিছুটা সময় ফুলের সাথে
ফুলকে বললাম - হয়ে যাই ভ্রমর
ফুল বলে - মাথা খারাপ তোর !
উদাস মনে তাকালাম আকাশ পানে
আসলো এক মানবী ধ্যানে
মানবীকে বললাম - হয়ে যাই ভ্রমর
মানবী বলে - মাথা খারাপ তোর !
পুষ্পিতা মানবী থাক তবে ভালো
জিবনে মোর বসন্ত না হয় নাই হলো !
ছিলাম কিছুটা সময় ফুলের সাথে
ফুলকে বললাম - হয়ে যাই ভ্রমর
ফুল বলে - মাথা খারাপ তোর !
উদাস মনে তাকালাম আকাশ পানে
আসলো এক মানবী ধ্যানে
মানবীকে বললাম - হয়ে যাই ভ্রমর
মানবী বলে - মাথা খারাপ তোর !
পুষ্পিতা মানবী থাক তবে ভালো
জিবনে মোর বসন্ত না হয় নাই হলো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন