মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

আমি আকাশ দেখি প্রিয়ার চোখে

এইতো সেদিন
আমায় ডেকে বলে
নীল আকাশ,
তোমার দেবীর
নীল চোখেই
আমার বসবাস ।
সেদিন থেকে
বিশালতা, উদারতা
আর আস্তা-বিশ্বাস,
সে আমার
প্রিয়ার দু চোখ
ভালোবাসার নীল আকাশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন