ধর্মনিরপেক্ষতা মানে এই নয়
কোন ধর্মকে করা তিরস্কার
যে করে ধিক তারে শতধিক
নিশ্চয়ই সে মস্ত কুলাঙ্গার ।
যে ধর্মের যে প্রথা - আছে যে আচার
ধর্মপ্রাণেরা করবে পালন - এই সত্য সমাচার
যে করে ব্যঙ্গ তায় দিতে চায় বাধা
নিশ্চয়ই সে ঘোলা পানিতে মাছ শিকারী অথবা গাধা !
কোন ধর্মকে করা তিরস্কার
যে করে ধিক তারে শতধিক
নিশ্চয়ই সে মস্ত কুলাঙ্গার ।
যে ধর্মের যে প্রথা - আছে যে আচার
ধর্মপ্রাণেরা করবে পালন - এই সত্য সমাচার
যে করে ব্যঙ্গ তায় দিতে চায় বাধা
নিশ্চয়ই সে ঘোলা পানিতে মাছ শিকারী অথবা গাধা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন