বুধবার, ২৭ জুলাই, ২০১৬

অতিথি পাখির অধিকার...

হে বাংলাদেশ, কেমন আছো
আবার এলাম বেড়াতে তোমার হাওড়ে
সারা বিশ্বের সবাই জানে
বেশ অতিথি পরায়ণ তুমি বাপুরে !
এসেছি সুদূর থেকে ক্লান্ত আমরা
ক'টা দিন থাকবো তোমার এখানে
তব অনুরোধ, একটি অনুরোধ
যেন যেতে পারি ফিরে আপন দেশে ।
তোমার সন্তানেরা দেখুক মোদের
জুড়িয়ে দু নয়ন তোমারই সৌন্দর্যের সাথে
আহা না মারে যেন মোদের কেউ শখের বসে
দিয়ে গুলি কিংবা বিষটোপের বিষে ।
হে বন্ধু বাংলাদেশ, সবিনয়ে বলি
মনে রেখো, আমি অতিথি তোমার
তোমার প্রিয় মানব সন্তানের মত
আমারও আছে যেথায় খুশি বেড়াবার অধিকার !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন