বুধবার, ২০ জুলাই, ২০১৬

যতি চিহ্নের দ্বন্দে ভালোবাসা

তুমি আমায় ভালোবাসো । না এ কোন হিসেবের ছক আকাআকি ।
খুজে পাই প্রেম । হীন কারনে অকারনে তোমার চোখ পানে চেয়ে
দেখি সবসময় আমায় নিয়ে কেমন আবেগ !
অথবা
তুমি আমায় ভালোবাসো না । এ কোন হিসেবের ছক আকাআকি ?
খুজে পাই প্রেম হীন । কারনে অকারনে তোমার চোখ পানে চেয়ে
দেখি সবসময় আমায় নিয়ে কেমন আবেগ ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন