বুধবার, ২৭ জুলাই, ২০১৬

কসম

কসম
সভ্যতা বিকাশের
ভালোবাসি তোমায় আজও
তোমাকে ‍বিকশিত করবো বলে ।
কসম
আগুন জ্বালানোর কৌশল শেখার
‍সেই সময় টুকুর
নতুবা আজও অন্ধকারে থাকতো পৃথিবী
ভালোবাসি তোমায় আজও
তোমাকে ‍আলোকিত করবো বলে ।
কসম
লোহা থেকে হাতিয়ার বানানোর
‍সেই শ্রম টুকুর
নতুবা আজও অরক্ষিত থাকতো জীবন হয়তো
ভালোবাসি তোমায় আজও
তোমাকে সুরক্ষিত রাখবো বলে ।
কসম
কৃষিকাজ শিখে ফসল উৎপাদনের
এবং পশুপালন করার মতন মেধা টুকুর
নতুবা আজও সংকটে থাকতো ধরার মানব
ভালোবাসি তোমায় আজও
তোমাকে ‍সমৃদ্ধ করবো বলে ।
কসম
আধুনিক সভ্যতার বিজ্ঞানের ‍আলোর
ভালোবাসি তোমায় আজও
স্বাপ্নিক জীবন গড়বো বলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন