বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

তখন, এখন, যখন

একাকীত্ব নিয়ে বহু থেকেছি
হতাশায়, বিসন্নতায় অনেক ভুগেছি
রঙিন স্বপ্নগুলো ধুসর হয়ে যেত
বেঁচে থাকতে ইচ্ছে করতো না
তখন তুমি ছিলে না ।
এখন তুমি আছো
তাই ভালো আছি
জীবনও চলছে স্বাভাবিক
মন-প্রাণ তাও স্বাপ্নিক 
সুখের সংঞ্জা খুজে পেয়েছি ।
যখন তুমি থাকবেনা
আমি কি করে থাকব
এ পৃথিবীর 'পরে
উড়ে যাব গোধুলী বেলার ধুলির ন্যায়
কোন এক হৃদয় বিদারক ঝড়ে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন