বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

শরতের প্রণয়

কোন এক শরতের বিকেল
আমি আর তুমি
হেটেছি বহু পথ
আকাশে বিক্ষিপ্ত সাদা মেঘ
ছিল ঝিরি ঝিরি হাওয়া
এমনি মায়াবী বিকেলে
হল যে আজিকে হায়
তোমাকে কাছে পাওয়া ।
পথসঙ্গী কেবলই তুমি বলে
প্রস্ফুটিত কাশবন নৃত্যতালে হায়
হাতছানি দিয়ে বলে
ভালোবাসার ছলে
এমনি মায়াবিনী তুমি
পেয়েছ কোথায় ?
আজ পাখিরাও গাচ্ছে গান
বিকেল পেরিয়ে সন্ধ্যা বেলায়
মধুমাখা সে ঐক্যতান ।
হে সারদা সুন্দরী
মিনতি যে তোমায়
রাজকুমার-কুমারীর গল্পে
এসো কাটাই আজি রাত
শারদীয় এ জোসনাতে বসে
হয়ে একাকার
নির্ঘুম অভিসারের পর
স্বাগত জানাই প্রভাত ।
শিশিরস্নাত ঘাস ফুলেরা
হয়তো মুগ্ধ হবে
তোমার পদযুগলের
শীতল ছোঁয়ায়,
শিউলি ফুলের
প্রেমের মালায়
শারদীয় শুভেচ্ছা
জানাই তোমায় ।
হে প্রেয়সী
এ শরৎ এ প্রণয়
মোরে করেছে 
চির সুখময় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন