বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সাকিব জামালের গান-৩

আজি বরষায়...
পাগল হলো মন
হৃদয় আমার ওগো
তোমায় খোঁজে সারাক্ষণ
মন তোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
মন তোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
নাচে ময়ুরী আজ
গুলে বাহারী সাঁজ
হৃদয়ে বিরহ বেদন
তোমাকে পাবার আশায় ।।

আজি বরষায়...
মন তোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
আকাশে মেঘের বাজনা
বাতাসে গানের সুর
এ মধুর লগনে
মন শুধু তোমায় চায় ।।

আজি বরষায়...
মন তোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
ফুটেছে কদম ফুল
গন্ধে মাতোয়ারা বকুল
দু চোখ স্বপ্নে আকুল
হারিয়ে যেতে ভালোবাসায় ।।

আজি বরষায়...
মনতোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
নদীতে ভরা যৌবন
মৌবনে ভোমরের গুঞ্জণ
হিঁয়ার মাঝে ভিরু কাঁপন
ভালোবেসে তাই ডাকি তোমায় ।।

আজি বরষায়...
মন তোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
পাগল হলো মন
হৃদয় আমার ওগো
তোমায় খোঁজে সারাক্ষণ
মন তোমায় কাছে চায় ।।

আজি বরষায়...
মন তোমায় কাছে চায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন