বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

সুখ-ফড়িং

সুখ যেন রঙিন ফড়িং 
বেড়ায় হেথায় সেথায় উড়ে
তারে ধরতে পাগল সকল বালক
ব্যস্ত পি‍ছু ঘুরে ।

তারে যায়না ধরা যখন তখন
শুধু আপন কর্মফলে
হঠাৎ আবার দেয় সে ধরা
সৃষ্টিকর্তার মর্জি হলে । 

থাকো তুষ্ট যখ‍ন যেমন
আস্থা রাখো নিজের সনে
সুখ-ফড়িং ‍দিবে ধরা
নিজে আপন মনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন