বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

আশাবাদী চেতনা

নিয়ত আশা নিরাশার দ্বন্দে মুখর 
মানব জীবনের প্রতি মুহুর্ত 
তবু অদৃষ্টের খেলায় ক্লান্ত মানুষ
সংগ্রাম রেখেছে অবিরত আজও । 

প্রায়শ: স্বপ্ন ভাঙ্গে বেলুয়ারি চুড়ির মত 
বাঁধে দু:স্বপ্নের বেড়াজালে
নতুন স্বপ্ন দেখার জন্যে মস্তিকের নির্ধারিত কোষগুলো
তবুও থাকে অক্ষত হালে । 

সংগ্রামের জন্যে মানব জীবন -
সব সময়ে প্রাণবন্ত এক যুদ্ধক্ষেত্র 
হতাশা সেথায় প্রতিপক্ষ হয়ে
যন্ত্রনার তীর ছুড়ে বুক করে বিদ্ধ ।

ব্যার্থতা সদা ভ্রুকুটি মেরে -
এ জীবন বিষাদে করে নিম্মজন 
কেবল মানবের আশাবাদী চেতনাই
হেথায়‍ বিপথ-বিপদ থেকে করে উত্তরণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন