বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সজনী

সজনী তুমি
রজনীর প্রাণ
বাসনা মোর
হিঁয়ার ।
সাধনা তুমি
জীবনে মোর
পুজ্জো হে
শতবার ।
চাঁদনী তুমি
জোছনার ফুল
তমাচ্ছন্ন হৃদয়ে
‍মোর ।
মরুময় জীবনে
তুমি আমার
ভালোবাসার
‍দ্বোর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন