বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

নষ্টালজিয়ায় আর্দশলিপি

আধো আধো বুলি শেখার পর 
কোন এক সন্ধ্যারাতে
মা আমার হয়ে গেলেন
জিবনের প্রথম গৃহশিক্ষক ।

কেরোসিন তেলে বাতি জ্বালিয়ে
খোকাকে দিয়ে জিবনের আধার তাড়ানোর আশায় 
দিলেন প্রথমই হাতেখড়ি -
আর্দশলিপির পাঠ । 

এরপর কতো পাঠশালায়
নিলাম কতো পাঠ-কতকটা শুদ্ধ কতকটা আবার ভুল
আজও শিখছি নতুন নতুন অনেক কিছু
তবু আদর্শলিপির আবেদন সমুজ্জ্বল । 

শিক্ষার সাথে যদি না থাকে নীতি
সে শিক্ষা মানব সমাজের জন্য ভ‍ীতি 
আর আমার নৈতিক শিক্ষার বীজ
গ্রোথিত করেছিলো এই আদর্শলিপি । 

তালের পাতায় কঞ্চির কালো কলমে
লিখতাম যখন - ' অহিংসা পরম ধর্ম,
সদা সত্য কথা বলিবে কিংবা 
জীব হত্যা মহাপাপ, ইত্যাদি । - আসলে এগুলোই শিক্ষার মর্ম । 

কচি বেলার পাঠ স্থায়ী হয়
সুতরাং আগডুম -বাগডুম আর নয় 
আদর্শলিপির নীতিবোধ থাকুক অন্তরে মম
আজকের ছোট্টমনিদেরও হোক জয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন