বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সাকিব জামালের গান-৭

আ‍জ শরৎ বেলায় পড়ন্ত বিকেলে
সাদা মেঘের ভেলায় উড়ন্ত রথে
মন চলেছে ছুটে তোমারই পানে
এসো তুমি আমারই ভুবনে ।।

আ‍জ শরৎ বেলায় পড়ন্ত বিকেলে
সাদা কাশবনের দুরন্ত নাচনে
মন চলেছে ছুটে তোমারই পানে
এসো তুমি আমারই ভুবনে ।।

আ‍জ শরৎ বেলায় পড়ন্ত বিকেলে
হৃদয় ছোঁয়া গানে মলয় পবনে
মন চলেছে ছুটে তোমারই পানে
এসো তুমি আমারই ভুবনে ।।

এসো তুমি আমারই ভুবনে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন