বৃষ্টি শেষে
সূর্য উঠেছে
আকাশে রংধনু
সেজেছে বর্ণিল সাজে ।
আমার হৃদয়ের
স্বপ্ন মানুষ
তোমার নামে পসরা মেলে
সেজেছে সপ্ত রঙে ।
প্রেমের রংধনু ও
সাজিয়েছে মোর আকাশ
তোমার নিটোল প্রেমে
তার পূর্ণ প্রকাশ ।
তোমাতে আমাতে সে
সেতু বন্ধন রচেছে
ঠিক যেন আকাশের দু'দিগন্ত
একসাথে জুড়েছে ।
আকাশের রংধনু ক্ষণস্থায়ী
হয়তো নিমিষে হবে শেষ
প্রেমের রংধনু চিরজীবী হোক
নিবেদন তোমায় সবিশেষ ।
সূর্য উঠেছে
আকাশে রংধনু
সেজেছে বর্ণিল সাজে ।
আমার হৃদয়ের
স্বপ্ন মানুষ
তোমার নামে পসরা মেলে
সেজেছে সপ্ত রঙে ।
প্রেমের রংধনু ও
সাজিয়েছে মোর আকাশ
তোমার নিটোল প্রেমে
তার পূর্ণ প্রকাশ ।
তোমাতে আমাতে সে
সেতু বন্ধন রচেছে
ঠিক যেন আকাশের দু'দিগন্ত
একসাথে জুড়েছে ।
আকাশের রংধনু ক্ষণস্থায়ী
হয়তো নিমিষে হবে শেষ
প্রেমের রংধনু চিরজীবী হোক
নিবেদন তোমায় সবিশেষ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন