কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
ভন্ডের কান্ডে সবে অন্ধ
মন্দের সাথে কারও নাই দন্দ্ব
ভালোর নাই কোথাও ঠাই ।
কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
যে করে মিথ্যার বেসাতি
মানে সবে তারেই পতি
সত্যের সাথে কেউ নাই ।
কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
শয়তানের দখলে ময়দান
নমস্কার করে তারেই দান
মানব ধর্মে কেউ নাই ।
কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
ভন্ডের কান্ডে সবে অন্ধ
মন্দের সাথে কারও নাই দন্দ্ব
ভালোর নাই কোথাও ঠাই ।
কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
যে করে মিথ্যার বেসাতি
মানে সবে তারেই পতি
সত্যের সাথে কেউ নাই ।
কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
শয়তানের দখলে ময়দান
নমস্কার করে তারেই দান
মানব ধর্মে কেউ নাই ।
কি করি গো সাঁই
দুনিয়া জুড়ে নকলের ভিড়ে
আসল কিছু নাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন