মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

ভয়ের কোন কারন নেই বন্ধু...

জেনো, বিজিবিতে কর্মরত সব বন্ধুরা
ভয়ের কোন কারন নেই বন্ধু আমার ।
দেশ রক্ষার কাজে তোমরা নয়তো একা 
ষোল কোটি বাঙালি আছে সাথে তোমার ।

আমরা তারই অনুজ -
একাত্ত্বরে স্বাধীন করেছে এই বাংলা যে ত্রিশ লক্ষ বীর ।
স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় -
আমরা সহাস্যে বক্ষ পাতিব - আসুক যত তীর । 

দেশের তরে আমরা তরুন প্রজন্ম
সব সময় রয়েছি সদা বীরোচিত জাগ্রত ।
জেনো, বন্ধু- তোমাদের সাথে আমরাও তৈরী
লাল-সবুজ পতাকা রাখতে সমুন্নত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন