বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

কয়েকটি দিন

কয়েকটি দিন বাস্তবে কেটেছে স্বপ্নের মত
তুমি ছিলে কাছাকাছি অথবা পাশে
ভালোবাসার নোঙর মোর পৌছেছিল প্রায়
অনেক দিনের কাঙ্ক্ষিত বন্দরে ।
প্রেম সেতো ছিল তোমার কথায়-ঠোঁটে
চলায়-হাতে, সর্বাঙ্গে এবং অন্তরে ।
ভৌগলিক দুরত্ব একটু বেড়েছে বটে
আজ তুমি কিছুটা দুরে আমার হতে
কিন্তু প্রেম গগনে মোর আসেনিকো সাঁঝ
ভাবি এরপর কমবে কি তোমার একটু লাজ ।
হেসোনা মোর চাওয়ার ব্যাপ্তি দেখে
কারন কয়েকটি দিন, তারপর কিছুটা বিরহ সুতরাং বিয়ে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন