ধন্য হে গ্রাম বাংলা
যুগে যুগে তোমার বুকে
করেছো লালন কতো মহা-মানব ।
বিস্ময়ে আবাক হই
প্রকৃতি যা শিখিয়েছো
সভ্যতা পেয়েছে তায় - সত্য সবক ।
হেন পাইলাম - এক সিরাজ
সময়-স্রোতে কালিগঙ্গা নদীর পারে
বরিশালের নিকুঞ্জ বনে
আরজ আলী মাতুব্বর- নামে ।
মৃত্তিকার এ সন্তান
স্বীয় লৌকিক দর্শন বলে
তাড়িয়ে তিমির
দিলো তব সত্যের সন্ধান- এ ধামে ।
যুক্তিতে - মানব মুক্তি
বিঞ্জান সহায়ক শক্তি-
সৃষ্টির রহস্য উন্মোচনে ।
এই ছিলো তার দর্শন -
'ধর্মে আগাছার বড়াবাড়ি
সমাজে কুসংস্কারের কড়াকড়ি অবদমনে ।
শীর্ণ দেহে সমৃদ্ধ মন
প্রাতিষ্ঠানিক মূর্খ তবু স্বশিক্ষায় মহাজন
সত্য চেতনার বাতিঘর ।
আগত-অনাগত সব অনুজের চেতনায়
তুমি আর তোমার দর্শন
যুগ-যুগান্তরে থাকুক তব চির-ভাস্বর ।
যুগে যুগে তোমার বুকে
করেছো লালন কতো মহা-মানব ।
বিস্ময়ে আবাক হই
প্রকৃতি যা শিখিয়েছো
সভ্যতা পেয়েছে তায় - সত্য সবক ।
হেন পাইলাম - এক সিরাজ
সময়-স্রোতে কালিগঙ্গা নদীর পারে
বরিশালের নিকুঞ্জ বনে
আরজ আলী মাতুব্বর- নামে ।
মৃত্তিকার এ সন্তান
স্বীয় লৌকিক দর্শন বলে
তাড়িয়ে তিমির
দিলো তব সত্যের সন্ধান- এ ধামে ।
যুক্তিতে - মানব মুক্তি
বিঞ্জান সহায়ক শক্তি-
সৃষ্টির রহস্য উন্মোচনে ।
এই ছিলো তার দর্শন -
'ধর্মে আগাছার বড়াবাড়ি
সমাজে কুসংস্কারের কড়াকড়ি অবদমনে ।
শীর্ণ দেহে সমৃদ্ধ মন
প্রাতিষ্ঠানিক মূর্খ তবু স্বশিক্ষায় মহাজন
সত্য চেতনার বাতিঘর ।
আগত-অনাগত সব অনুজের চেতনায়
তুমি আর তোমার দর্শন
যুগ-যুগান্তরে থাকুক তব চির-ভাস্বর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন