ধুলোর দেহ ধুলোয় লুটাবে
ধুলির ধরায় একদিন - সবাই জানি
ভাবে কি সে কথা তোমার মন
থাকে যখন সচেতন চিত্ত হৃদয়খানি ।
যদি ভাবো সে কথা সত্যি তবে
দিওনা কষ্ট অন্যের মনে - এই ভবে
কেননা যেতে পারো মারা তুমি যখন তখন
শুভেচ্ছা তোমায় থাকুক ঘিরে সারাক্ষন ।
ধুলির ধরায় একদিন - সবাই জানি
ভাবে কি সে কথা তোমার মন
থাকে যখন সচেতন চিত্ত হৃদয়খানি ।
যদি ভাবো সে কথা সত্যি তবে
দিওনা কষ্ট অন্যের মনে - এই ভবে
কেননা যেতে পারো মারা তুমি যখন তখন
শুভেচ্ছা তোমায় থাকুক ঘিরে সারাক্ষন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন