বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

তোমায় ভালোবাসি বলে

তোমায় ভালোবাসি বলে
এক পলক দেখার আশায়
যদি দাড়িয়ে থাকি রাস্তায়
তবে কেন আমি বখাটে হবো ?
তোমায় ভালোবাসার কথা
তবে আমি কিভাবে কবো ?
তোমায় ভালোবাসি বলে
রাতে ফোন করাকে
কেন উত্যক্ত বলা হবে
আমার এ প্রেম তবে
আজীবন কি শুধু 
মোর হৃদয়ের কোণে রবে ?
তোমায় ভালোবাসি বলে
জানালার পাশে যখন তুমি আসো
তাকিয়ে থাকি যদি তখন আমি
তবে কেন আমি নষ্ট ছেলে হবো ?
তোমাকে ভালোবাসি কত-জানে অন্তর্যামী তব 
আজীবন তোমার পাশে কেন নাহি রবো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন