বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

তুমি দুর্জয়া

স্বপ্নময়ী তুমি
দুরন্ত দুর্জয় এক মানবী
সদ্য প্রস্ফুটিত গোলাপ
যেন স্নিগ্ধ শিউলী ।
তুমি প্রেমময়ী
যেন অনন্ত যৌবনা ক্লিওপেট্টা
যেন সৌন্দ‍‍র্যের দেবী ভেনাস
অগ্নিঝরা রুপমা তোমার
যেন প্রিন্সেস ডায়না ।
তোমাকে তাই
একান্তই আপন মনে হয়
নিঠুর কোকিলা কন্ঠের
সুমধুর সুরঞ্জনা তুমি ।
তোমার ঐ মায়াবী
দুচোখের বাঁকা চাহনি
মনে করে দেয় জীবনান্দ দাসের
বনলতা সেনের সেই
রূপ যৌবনের কথা ।
জীবন যেখানে মোর
ধূ ধূ মরুভুমি
তুমি সেখানে বৃষ্টির ফল্গুধারা
তৃষ্ণার্ত চাতকের প্রাণ সঞ্চারী তুমি
চিরন্তন ভালোবাসার
ভাস্বর দেবী
পবিত্র প্রেমের বাঁধনী
তুমি দুর্জয়া ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন