বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

বউ

আমি পেয়েছি তাকে- যে ছিল মোর স্বপ্নলোকে
ধ্যানের দেবী এবং প্রার্থণার মানবী
রেখেছিনু যারে হৃদয়ের কোঠরে ভালোবেসে
সে দিয়েছে যে মোরে আজ এতখানি অধিকার
কারনে কিংবা অকারনে 'বউ' বলে ডাকিবার 
পুতুল খেলা কিংবা বউছির ছলে নয়
ভালোবেসে প্রাণখুলে ডাকিতে হবে যে বারবার
বউ-ভালোবাস মোরে, যত বেশী পার, যত বেশী পারিবার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন