বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

সাকিব জামালের পঞ্চপদী -২

না পাওয়ার ‍বেদনায় আর নীল থেকোনা হে বন্ধু আমার
সংগ্রামের লাল রঙে শাণিত করে হৃদয়-করো রক্তবর্ণ চক্ষু যুগল ।
নির্যাতিত - নিপীড়িত মানুষের পক্ষে তোমার আবস্থান করো আরও দৃঢ় 
সত্যের পক্ষে তোমার অগ্নিমুর্তি যেন শোষকের হৃদয়ে জাগায় কম্প থরথর ।
তবেই পাবে বিশ্ব মানব তোমার যৌবনের সুফল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন