বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

কড়ুই-রাঁড়ি গেলো যমের বাড়ি

আমেনা কই গেলি
কামে যাবি না ?

কি কও মা ?

কামে যাবি না ? 

উহু, শরীলডা ভালো লাগেনা
আইজ কামে যামুনা ।

আরে ডেমনি, কামে যাবিনা - খাবি কি ?
বাড়িওয়া‍লী আইছিলো - ভাড়া চাইছে
কাইলই দেতে কইছে । 
( ফিসফিস করে আরও বলে )
পোড়া কপাল আমার
মাইয়াডার স্বাম‍ীও গেলো মইররা
ক্যামনে যে কি করমু
সংসার ক্যামনে চালামু
আমেনার বাপটা ওবা কি করবে
এই বুড়া বয়সে দুই বেলা রিসকা বা চালাবে ক্যামনে !
ও আমেনা, আমেনা ? 

কি হইলো আবার ?

মনু, দোকান দিয়া টিস্যু কিনগা লইছ ।

আচ্ছা মা, মুই কিন্তু বাইর হইলাম ।

ও মালেকা, বাড়ী আছো ?
কামে যাই, যাবি না ?

না, মুই যামুনা ।

ক্যান ? 

আরে রানা প্লাজায় ফাটল ধরছে
দ্যাহস্ নাই ? ভাইঙ্গা পড়তে পারে ।
তোর দুলাভাই কইছে
কামে যাওনের দরকার নাই ।
চল, তোর দুলাভাইরে গ্যারেজ থেইকা ডাইকা আনি 
ছিনেমা দেখমুনে ! 

না সই, বেতন পা‍ই নাই
আইজ যাইয়া দেহি দেয় নাকি ।
( আমেনা কাজে যায় কিন্তু ভবন ধ্বসের কারনে এ যাওয়া তার শেষযাত্রা হলো )

আর আমেনার মা - ছবি নিয়ে হাতে
শত শত লাশের মাঝে আমেনারে খোজে
দূর্ভাগার লাশটাও জুটলো না ।
প্রলাপ কেটে কাঁদে -
' আমার আমেনা কড়ুই-রাড়ি
গেলো সে আইজ যমের বাড়ি ।
ক্যান পাঠাইলা‍ম কামে
আমার সোনা যাদু টারে ।
ও মোর খোদা তুমি আমার আমেনারে
ক্যান নেলা ।
রানা তুই করেছো খুন আমার আমেনারে 
তোর ফাঁসি চাই প্রেধানমন্ত্রীর কাছে
..........
..........

(এমন মৃত্যুতে প্রলাপ আসমাপ্ত আজিবন
তাই আমি কবিতাটিও আসমাপ্ত রাখলাম ।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন