বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সাকিব জামলের গান-২

দিলের মধ্যে তোর নাম লিখে ঘুরি সর্বদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।।

সূর্য ছাড়া চন্দ্র মিথ্যা
সাগর ছাড়া নদী
তুই ছাড়া আমি মিথ্যারে 
বৃথা জিন্দেগী
তুই ছাড়া বেঁচে থাকা সে যে মহাদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।। 

‍দিলের মধ্যে তোর নাম লিখে ঘুরি সর্বদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।।

ওরে আকাশ ছাড়া জমিন একা
ভ্রমর ছাড়া ফুল
তুই ছাড়া আমি একা রে
বৃথা দুই কুল 
তুই ছাড়া বেঁচে থাকার নাইরে উপায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।। 

‍দিলের মধ্যে তোর নাম লিখে ঘুরি সর্বদায়
বন্ধু তুই ভুলিস না আমায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন