মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

বলবীর সিং:মাস্টার মুহাম্মাদ আমের

বলবীর সিং - বাবরি মসজিদে
প্রথম আঘাত করে তুমি
পেয়েছো শুধু যন্ত্রণা ।
অনুতাপের আগুনে জ্বলে অবশেষে
এলে শান্তির ছায়াতলে
হয়ে নও-মুসলিম ।

স্বাগতম তোমায়
ইসলামের সুশীতল ছায়ায়
গ্রহণ করো হাজার সালাম
মুসলিম ভ্রাতৃত্ব মায়ায় । 

আজ তুমি ইসলামের সেবক
সাচ্চা মুসলমান
তোমার কন্ঠে শুনি আজ
সুললিত সুরে আল-কোরআন । 

ইতোমধ্যে ভারতে পড়ে থাকা
জ্বীর্ণ শীর্ণ ভগ্নপ্রায় বহু মসজিদ
করেছো আবাদ তুমি নতুন করে ।
শত শত ভ্রান্ত পথিক
পেলো সত্যের সন্ধান, হলো মুসলমান
তোমার হাত ধরে । 

তুমি ইসলাম প্রচারে
করছো সফর প্রান্তরে প্রান্তরে
অতীত ভুলের কথা বলছো সভায়
ক্ষমার আশা নিয়ে অন্তরে । 

দোয়া করি, রহমান আমার
ক্ষমা করবেন তোমার সে ভুল
'খাটি মুসলমান - মাস্টার মুহাম্মাদ আমের' 
ক‍রবেন তোমায় তিনি কবুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন