যে রাতের দীর্ঘায়ু কামনায়
বেজে বেজে ওঠে সানাইয়ের সুর
প্রার্থণা করে রাতে বিছানার ফুল ।
সে রাতে দুটি হৃদয়ের একই স্পন্দন
মর্ত্যের বুকে স্বর্গ খোজে দুটি মন
প্রেমের কাব্য রচনায় যুগলেরা ব্যকুল ।
বেজে বেজে ওঠে সানাইয়ের সুর
প্রার্থণা করে রাতে বিছানার ফুল ।
সে রাতে দুটি হৃদয়ের একই স্পন্দন
মর্ত্যের বুকে স্বর্গ খোজে দুটি মন
প্রেমের কাব্য রচনায় যুগলেরা ব্যকুল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন