বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

বন্ধুত্ব থেকে প্রেম

নিজেকে নিয়ে পড়ে আছিস
থাক তবে আপন মনে
ভালো লাগে তোকে প্রচন্ড
তবু ভালোবাসি বলা হয়নি কখনো ।
বন্ধুত্ব গড়েছিস আমার সাথে
আমারও ছিলনা এর চেয়ে বেশী কিছু চাওয়ার
হঠাৎ নিজের ভিতর এমন কেন হলো
জাগিয়ে তুলছে হৃদয় মাঝে
আকাঙ্ক্ষা চিরতরে তোকে পাবার ।
আজও বলবনা ভালোবাসি
যদি ভাবিস্ এ বন্ধুত্বটাই মিছে
পাওয়াই কি সব, না পাওয়াতেও
ভালোবাসা রয়েছে মিশে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন