বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

ষোড়শী

হে ষোড়শী কন্যা,
ষোলআনা রূপমাধুর্য ষোলকলায় বিকশিত
সহস্র প্রজাপতির কামনার ফুল
উত্তাল যৌবনের আধার ।
ভালোবাসার নোঙর ফেল হৃদয়ে মোর
মিনতি ফুটাও তব প্রেমের ফুল
ডিঙ্গিয়ে সব বাঁধা 
মাড়িয়ে শাসন বারনের পাহাড় ।
‍হে ষোড়শী কন্যা,
প্রেম তব তোমার গহীন সমুদ্রসম
সিঞ্চনে সিঞ্চনে সুধা
কামনা বাসনার আধার
তাই যৌবনের গান গাই
দিবা-নিশি মধু আহরণ চাই
চায় যে হৃদয় মোর
উষ্ণ আলিঙ্গন ষোড়শী যৌবনার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন