বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

সাকিব জামালের গান-৬

প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

আত্মার সাথে থাকলে পরে
পরমাত্মার টান
আপন সুরে বাজেরে মনে
ভালোবাসার গান
তখনরে মন সংসার ভোলে ।।

‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

‍প্রেমের সুরা পান করে রে মন
নিরঞ্জনেরে পাবার সাধন
কররে বসে সারা জিবন
একদিন তারে পাবি পাপী
পাপ যাবে তোর যেদিন জলে ।।

‍‍প্রেমের নাও আপনা চলে
মাঝিমাল্লা লাগে নারে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন