বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪

তোমার তরে

কি জানি কোন মায়ার বাঁধনে
স্বর্গীয় কোন প্রেমের সাধনে
হৃদয় আমার দোদুল দুল নাচে
‍‍প্রিয়া তোমার তরে । 
জানিনা এ কোন আত্মার টান
তোমায় ভাবি আমি সারক্ষণ
আমার কামনায় রয়েছ তুমি
সারা‍ দিন-রাত ভরে ।
জানিনা কেন স্বপ্ন ঘোরে
বারবার তোমায় পড়ে মনে
তোমার তরে মোর এ প্রেম
আজীবন রবে তোমার সনে ।
জানি নাকো হায় কোন আবেগে
তোমার তরে আনচান মন
এ‍ ‍‍কি তবে এলোরে প্রেম
আমার এ নি:সঙ্গ মনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন